পরিবারের কাছে ফিরে যেতে চায় বাক প্রতিবন্ধী একজন মহিলা । কিন্তু সে বাকপ্রতিবন্ধী হওয়ায় জানা যায়নি তার কোন ঠিকানা বা নাম। জানা যায় ১০ মার্চ মঙ্গলবার দাউদকান্দি উপজেলার সদর উত্তর ই্উনিয়নের গোলাপেরচর গ্রামের আশপাশ ঘুরাঘুরি করতে থাকে এক বাক প্রতিবন্ধী মহিলা (৫৫)। এক পর্যায়ে এলাকার একটি নলকূপের সামনে দেখতে পেয়ে বাক প্রতিবন্ধী মহিলার সহযোগিতার জন্য এগিয়ে আসেন জোন্সা বেগম নামে একজন মহিলা । বাক প্রতিবন্ধী মহিলাটি জোন্সা বেগমের কাছে খাবার চেয়ে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে আকার ইঙ্গিত প্রদর্শন করে । পরে বাক প্রতিবন্ধী মহিলার আচরণ বুঝতে পেয়ে খাবার ও তার সেবার ব্যবস্থা করেন জোন্সা বেগম ও এলাকার মানুষ । ১৬ মার্চ সোমবার স্থানীয় ইউপি সদস্য আ: কাদের বাক প্রতিবন্ধী মহিলাটিকে নিয়ে এবং তার বিষয়টি জানাতে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো: কামরুল ইসলাম খানকে অবহিত করেন । ইউএনও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বাক প্রতিবন্ধী মহিলাটি তার আত্মীয় স্বজনের দ্রুত সন্ধান পাওয়ার লক্ষ্যে উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয়ে পাঠান এবং বিষয়টি দেখভালের দায়িত্ব দেন । বর্তমানে এই বাক প্রতিবন্ধী মহিলাটি দাউদকান্দি প্রতিবন্ধি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছেন । যদি কেউ এ বাক প্রতিবন্ধী মহিলাটিকে চিনতে পারেন। তাহলে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসারের 01733-354939 এ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।