পঞ্চগড়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিট্রেশন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে পঞ্চগড় শেরে-বাংলা চত্ত্বর ঢাকা-পঞ্চগড় জাতীয় মহাসড়কের সামনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রফুল্ল চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ জেলার বিভিন্ন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড়ের ৫ উপজেলায় মোট ৪০ টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন হলেও তা জাতীয়করণ করা হয়নি। তাই মাদ্রাসা সমূহ জাতীয়করণে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা।