পঞ্চগড়ের বিজ্ঞ যুগ্ন জেলা জজ আদালতের সেরেস্তাদারের বিরুদ্ধে করা গণ অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।জানা যায়, গত ১০ মে সেরেস্তাদার তমিজ উদ্দীনের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর একটি গণ অভিযোগ করেন পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের চকড়াভিটা, হটরাপাড়া, টেরাপাড়া, মহিপাড়া, মধুপাড়া, বালিয়াডাঙ্গী ও কালাজোত এলাকাবাসী।অভিযোগ সূত্রে জানা যায়, তমিজ উদ্দীন জজ কোর্টে চাকুরী করার ক্ষমতা বলে এলাকার সৎ ও নিরীহ লোকজনের বিরুদ্ধে বিভিন্ন প্রকার মিথ্যা মামলা দিয়ে হয়রানী ও ক্ষতিগ্রস্ত করে আসতেছে।অভিযোগের অনুলিপি, পুলিশ সুপার, জেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার, পঞ্চগড় সদর থানাসহ কয়েকটি দপ্তরে দেওয়া হয়।এরই পরিপ্রেক্ষিতে অভিযোগটি থানায় প্রাপ্তির পর পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মদ ১৯ মে তদন্তভার এস আই আব্দুল জলিলকে দেয়।আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ সরেজমিন তদন্তে করে গণ অভিযোগের বিষয়ে সত্যতা পেয়েছে মর্মে গত ৮ জুন পুলিশ সুপার বরাবর প্রতিবেদন দাখিল করেন।অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় এলাকাবাসী প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের জোর দাবী জানিয়েছেন।