নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ভগবান শ্রী কৃষ্ণের শুভ জম্মাষ্টমী উৎসব। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরের পর পঞ্চগড়ের কেন্দ্রীয় দৃর্গা মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ পঞ্চগড় জেলা শাখার সহযোগিতায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও ধর্ম বিষয়ক মন্ত্রণায়লয়ের আয়োজনে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা শ্রী জীবধন বর্মন, বিপেন চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু কল্যাণ কুমার ঘোষ, পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি প্রদীপ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মধুসুধন বণিক (রণিক)সহ ভক্তরা উপস্থিত ছিলেন।