মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড় সদর উপজেলায় ৪’শ শিক্ষার্থীর মাঝে সাইকেল ও ১৮৫ জন ভিক্ষুকদের মাঝে পুণর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম। পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, অতিরিক্তি পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল-তারিক,মহিলা ভাইস চেয়ারম্যান নীলুফার ইয়াসমিন সহ সদর উপজেলার ১০ টি ইউনিয়নের চেয়ারম্যন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।এসময় সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর শিক্ষার মান উন্নয়নের লক্ষে ৪’শ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়াও ১৮৫ জন ভিক্ষুককে ভ্র্যাম্যমান দোকান, ছাগল ও হাস-মুরগি প্রদান করা হয়।