বাংলাদেশ বার কাউন্সিলের এম, সি, কিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশদের আইনজীবি হিসেবে তালিকাভুক্তির দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে পঞ্চগড়ের শিক্ষানবীশদের আইনজীবীরা। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় শিক্ষানবীশ আইনজীবী সমিতির উদ্দ্যোগে আইনজীবী ভবনের সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে তারা। এসময় উপস্তি ছিলেন, পঞ্চগড় শিক্ষানবীশ আইনজীবি সমিতির আহবায়ক আবু সাদাত মোঃ ওয়াকিলুজ্জামান, সদস্য সচিব মফিজার রহমান, শিক্ষানবীশ আইনজীবি সাঈদ জামিল বাবু, সোহেল রানা বাবু, লুৎফর রহামনসহ পঞ্চগড়ের সকল শিক্ষানবীশ আইনজীবিরা । মানববন্ধনে শিক্ষানবীশ আইনজীবীরা প্রধানমন্ত্রীর নিকট মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় বাংলাদেশ বার কাউন্সিলের এম, সি, কিউ পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশদের আইনজীবি হিসেবে তালিকাভুক্তির জোর দাবী জানান। মানববন্ধন শেষে শিক্ষানবীশ আইনজীবিরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক সাবিনা ইয়ামিনের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।