জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে মানবিক বাংলাদেশ সোসাইটি নামের একটি সংগঠন।সোমবার দুপুরে পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীর হাতে খাতা, পেন্সিলসহ শিক্ষা উপকরণ তুলে দেন সংগঠনটির জেলা শাখার সভাপতি ও জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আশিকুজ্জামান সৌরভ।এসময় উপস্থিত ছিলেন, মানবিক বাংলাদেশ সোসাইটির পঞ্চগড় পৌর শাখার সাধারণ সম্পাদক জুনায়েদ শ্রাবন, জেলা শাখার সদস্য আবির, সেলিম, শারুকসহ অনেকে।