বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৭:১৫ অপরাহ্ন

পঞ্চগড়ে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন।

মো; নুর হাসান, পঞ্চগড়
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২০
  • ৩০২ Time View

পঞ্চগড় সদর উপজেলার সাবেক ৭৮নং গাড়াতি ছিটমহলের ৪টি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে পঞ্চগড় -নীলফামারী জেলা সাবেক ৩৬টি ছিটমহল বিনিময় চুক্তি কমিটির সভাপতি মফিজারর রহমানের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য,অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে রাজমহলের বাসিন্দারা। রোববার (১৬ আগস্ট) দুপুরে রাজমহল পূর্ব বাগান ঈদগাহ মাঠ সংলগ্ন সড়কে এ মানববন্ধন করে স্থানীয় রাজমহল ( গাড়াতি ছিটমহলের) বাসিন্দারা। মানববন্ধনে স্থানীয়রা জানায়, ছিটমহলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অগ্রগতির লক্ষ্যে বঙ্গবন্ধু আলিম মাদ্রাসা,মফিজার রহমান ডিগ্রি কলেজ, রাজমহল উচ্চ বিদ্যালয় ও সায়মা ওয়াজেদ পুতুল (অটিজম) প্রতিবন্ধী বিদ্যালয়সহ চারটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় এবং চারটি প্রতিষ্ঠানে ক্ষমতার বলে বিভিন্ন দাপট দেখিয়ে সভাপতির পদ দখল করে মফিজার রহমান । কিন্তু এসব শিক্ষা প্রতিষ্ঠানে ছিটমহলের শিক্ষিত বেকার ছেলে মেয়েদের চাকরির অগ্রাধিকার থাকলেও মফিজার রহমান টাকার বিনিময়ে নিয়ম বহির্ভূত নিয়োগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং নিয়োগকৃত লোকজনও টাকার বিনিময়ে ভুয়া বাসিন্দা দেখিয়ে নিবন্ধনকৃত এমপিওভুক্ত করার জন্য পাঁয়তারা করতেছে। ছিটমহলবাসীকে বঞ্চিত করে অবৈধ নিয়োগ বাণিজ্য ও সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার কারণে ক্ষুব্ধ হয়ে ছিটমহলের নেতা মফিজার রহমানের বিরুদ্ধে মানববন্ধন করে ছিটমহলের স্থানীয় বাসিন্দারা। তদন্ত সাপেক্ষে তার বিরদ্ধে ব্যাবস্থা গ্রহনের দাবি জানান স্থানীয়রা। এসময় উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজমহলের বাসিন্দা মমিনুল ইসলাম,নুর হোসেন,নুর ইসলাম,ফয়জুল হক ও হারুন অর রশিদসহ ওই এলাকা বাসিন্দারা। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করে তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231