পঞ্চগড়ে কৃষকের কাছে থেকে সরকারী নির্ধারিত মুল্যে ধান ক্রয়ে লটারি অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলা খাদ্য কমিটির উদ্যোগে কৃষক পর্যায়ে ধান ক্রয়ের লটারী কার্যক্রম অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ধান ক্রয়ের লটারিতে উপস্থিত ছিলেন, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী, উপজেলা ভাইস-চেয়ারম্যান কাজী আল তারিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো: শাহ আলম মিয়া, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: জহুরুল হক, সদর ওসি এলএসডি মোঃ খলিলুর রহমানসহ ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণমাধ্যম কর্মীরা। পঞ্চগড় সদর উপজেলার ১০ টি ইউনিয়নের ৫ হাজার ৮শ ৭৪ জন কৃষক পর্যায়ে লটারি অনুষ্ঠিত হয়। আর লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত হয়েছে ৩০৮ জন। নির্বাচিত প্রত্যেক কৃষককের কাছ থেকে সরকারী নির্ধারিত মুল্যে ২৬ টাকা কেজি দরে ১ মেট্রিকটন করে ধান কিনবে উপজেলা খাদ্য কমিটি। পঞ্চগড় জেলায় এবার সর্বমোট ৫ হাজার ১৯২ মেট্রিকটন ধান কিনবে জেলা খাদ্য বিভাগ।