পঞ্চগড়ে বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সদ্য অনুমোদন পাওয়া পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্যেদের মাঝে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি লীগের পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক আবু আহাম্মেদ রিপন, সদস্য সচিব আতাউর রহমান রন্জু, যুগ্ম আহ্বায়ক আলমগীর নয়ন আলম, আনোয়ার হোসেন, আশরাফ ছিদ্দিক সোহেলসহ অনেকে।
পরে তারা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন।