পঞ্চগড়ে চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল, আখ চাষের প্রয়োজনীয় উপকরণ সরবারহ, আখের মুল্য পরিশোধ ও আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ ১৫টি চিনিকল চালু রাখার ঘোষণা সহ তারিখ নির্ধারন এবং শ্রমিক কর্মচারীদের বেতন ও আখচাষীদের বকেয়া পাওনাদি পরিশোধের দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।শনিবার সকালে পঞ্চগড় -ঢাকা মহাসড়কের মিলগেট বাজারের রাস্তার দুধারে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসচী পালন করে পঞ্চগড় চিনিকল আখচাষী ও শ্রমিক কর্মচারীরা।মানববন্ধনে পঞ্চগড় পৌরসভার প্যানেল মেয়র আশরাফুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংস্কৃতিক সম্পাদক মো: নবী হোসেন ও আখচাষী কাজী মিজানুর রহমান বক্তব্য রাখেন।বক্তারা বলেন পঞ্চগড়ের একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ করে আসন্ন আখ মাড়াই মৌসুম চিনিকল চালু রাখার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।