পঞ্চগড়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিনামূল্যে ৫’শ মাস্ক বিতরণ করেছে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক ।রোববার দুপুরে পঞ্চগড় শহরের বিভিন্ন পয়েন্টে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আল তারিক নিজ হাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এসব মাস্ক বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরা পারভিন, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস, এম হুমায়ুন কবির উজ্জল, পৌর যুবলীগের সভাপতি হামিদুর রহমান হাসনাত।পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে পঞ্চগড় শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।