পঞ্চগড় শহরকে যানজটমুক্ত, পরিস্কার পরিচ্ছনতা ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে পঞ্চগড় কাঁচাবাজার অন্যত্র স্থানান্তর দাবিতে একাট্টা শহরবাসী। সম্প্রতি পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের ব্যানারে মানববন্ধনও করেছেন তারা।তারা জানান, যানজট এড়াতে শহরের অদুরে খোলাপাড়া এলাকায় নতুন বাজার স্থাপন করা হলেও সেখানে কাঁচাবাজার নেয়া হচ্ছেনা। করোনা কালীন সময়ে বাজারটি সেখানে স্থানান্তর করে হলেও তা স্থায়ী হয়নি।এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড় শহরবাসী ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধনী পাড়া এলাকায় বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থীরা পঞ্চগড় কাঁচাবাজার অন্যত্র স্থানান্তর দাবি জানান।