ঞ্চগড়ে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের সমস্যা সমধানে অক্সিজেন ব্যাংক স্থাপন করলো প্রাণোচ্ছ্বাস ও ডুসাপ নামে দুটি সোচ্চাসেবী সংগঠন। শনিবার দুপুরে সেচ্ছাসেবী সংগঠন প্রানোচ্ছ্বাসের কার্যালয় প্রাঙ্গনে ১৫ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে গড়ে ওঠা এ অক্সিজেন ব্যাংকের কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ সময় অনুষ্ঠানে পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা ডা. মাছউদ আলম, সদস্য ডা. রায়হান কবির, প্রাণোচ্ছ্বাসের সমন্বয়ক মো দাইয়ান নাফিস প্রধান, সেচ্ছাসেবী সংগঠন ডুসাপের পরিচালক শাকিল আনোয়ার সহ সংগঠন দুটির সদস্যরা।
সংগঠন দুটির সমন্বয়কেরা জানান, অক্সিজেন সিলিন্ডার দেয়া হয়েছে মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ও পে ইট ফরোয়ার্ড বাংলাদেশ এর পক্ষ থেকে। ডুসাপ ও প্রাণোচ্ছ্বাস নিজে এর অর্থায়ন না করলেন দ্বায়িত্বভার তাদের উপরেই।