পঞ্চগড় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ সমিতির সদর উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠণ হয়েছে। মঙ্গলবার দুপুরে পঞ্চগড় বাজার জামে মসজিদের তৃতীয় তলায় আনুষ্ঠানিক ভাবে এই কমিটির অনুমোদন দিয়ে নাম ঘোষণা করেন, জেলা কমিটির সদস্য সচিব হাফেজ বেলাল হোসেন। নতুন কমিটিতে হাফেজ জয়নাল আবেদীনকে সভাপতি এবং মাওঃ আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।কমিটি অনুমোদন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। সমিতির জেলা শাখার সভাপতি আমিরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক প্রমূখ।এছাড়াও সদ্য অনুমোদিত সদর কমিটিতে সহ-সভাপতি হিসেবে মাওঃ রেজাউল করিম, যুগ্ন সম্পাদক হিসেবে লিয়াকত আলী, হাফেজ শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, অর্থ সম্পাদক সাজ্জাদ হোসেন, দপ্তর সম্পাদক মোকছেদুল ইসলাম, প্রচার সম্পাদক হিসেবে আলী হোসেন রয়েছেন।