পঞ্চগড়: করোনা মহামারি দূর্যোগে ক্ষতিগ্রস্ত কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য প্রধানমন্ত্রীর কাছে আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবিতে সারাদেশের ন্যায় পঞ্চগড়েও মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে কিন্ডারগার্টেন শিক্ষকরা। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা। মানববন্ধন ও অবস্থান কর্মসুচীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার আহব্বায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব দিলিপ কুমার সরকার,যুগ্ম আহবায়ক সয়েব আলী সবুজ বক্তব্য রাখেন। এসময় শিক্ষকেরা বলেন, পঞ্চগড় জেলার মোট ৯০ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রায় ৯শত জন শিক্ষক গত ৪ মাস থেকে আর্থিক সংকটের কারণে মানবেতর জীবন যাপন করছে। মানববন্ধন ও অবস্থান কর্মসূচীতে বক্তারা ১০ দফা দাবি তুলে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধন ও অবস্থান কর্মসুচী শেষে শিক্ষকরা পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর নিকট প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।