কমিল্লা ৭ চান্দিনা আসনের উপনির্বাচনে নৌকা মনোনীত প্রার্থী ডাক্তার প্রাণ গোপাল দত্তকে বিজয়ী করার লক্ষ্যে চান্দিনায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চান্দিনা উপজেলা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকার মনোনিত প্রার্থী ডাক্তার প্রাণ গোপাল দত্ত। চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু তপন বকসি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম , উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী, চান্দিনা পৌর সভার মেয়র শওকত হোসেন ভূঁইয়া, সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোখলেসুর রহমান দুলু মাস্টার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ আহমদ, উপজেলা কৃষকলীগের সভাপতি ও মাইজখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম প্রধান, উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ জালাল মিয়া শিপন, মাধাইয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান মুজিব, বাতাঘাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুমুসা মজুমদার, মাধাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অহিদ উল্লাহ সরকার, বারেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা।