পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যয় নেত্রকোনায় দিনব্যাপি সদর উপজেলা প্রাণিসম্পদ প্রর্দশনী মেলার উদ্বোধন করা হয়।
আজ ৫ জুন শনিবার সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত দিনব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তার, নেত্রকোনা সদর নেত্রকোনা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: তফসির উদ্দিন খান,চেয়ারম্যান উপজেলা পরিষদ নেত্রকোনা সদর, কামরুন্নোচ্ছা আশরাফ দীনা, সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ, নেত্রকোনা জেলা শাখা, তুহিন আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষষ নেত্রকোনা সদর, নেত্রকোনা, ডা.মনোরঞ্জন ধর, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নেত্রকোনা, মো: আব্দুল খালেক তালুকদার, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ নেত্রকোনা সদর, নেত্রকোনা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিজভী আহম্মেদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক ও সৌখিন খামারীগণ অংশগ্রহন করেন। এতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, কবুতর, হাস, মুরগী স্টল সোভাবর্ধন করে।