নেত্রকোনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে স্থানীয় পাবলিক হলে দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মতিয়র রহমান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপির সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি।
প্রধান বক্তা হিসেবে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডাঃ দিপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, বর্ধিত সভার (সমন্বয়ক) শফিউল আলম চৌধুরী নাদেল, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় কার্য-নির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি, উপাধক্ষ্য রেমন্ড আরেং প্রমূখ।
বর্ধিত সভায় আওয়ামীলীগ নেত্রকোনা জেলা কমিটির সদস্য ছাড়াও উপজেলা কমিটির সভাপতি সাধারণ সম্পাদকগণ ও সংসদ সদস্যগন উপস্থিত ছিলেন। বর্ধিত সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি নেতৃবৃন্দের বিভিন্ন কার্যকলাপ ও দলের দুর্বলতাগুলো তুলে ধরে তা অতি দ্রুত সমাধানের অনুরোধ জানান।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্ধিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে দলাদলি, ভূল বুঝাবুঝি ও দ্বন্ধ কোন্দলের অবসান ঘটিয়ে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে দলকে তৃণমূল পর্যায়ে আরো বেশী সু-সংগঠিত ও শক্তিশালী করার আহবান জানান।