নেত্রকোনার পুর্বধলার নারায়নডহর এলাকার ধলাই নদীর পাড়ে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভূগীরা জলাবদ্ধতা থেকে রেহাই পেলেন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীতে পানি বৃদ্ধি, অপরিকল্পিত বাঁধ নির্মাণ এবং অসাধু মাছ শিকারি নদীর পানি গতি রোধ করার ফলে এই জলাবদ্ধতা সৃস্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অবৈধ বাধগুলো ভেঙ্গে দিলে চারপাশে জমে থাকা পানি নেমে যায় এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের বেশ কয়েকটি পরিবার স্বস্থি পায়। এ ব্যপারে পুর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম এবং উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম জানান, ঘরগুলোতে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নিশ্চিত করতে কাজ চলছে।