নেত্রকোণার বারহাট্টা উপজেলার অতিথপুর আব্বাছিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ প্রতিরোধ সভা ও শিক্ষার্থীদের উন্নত চরিত্র গঠনে শপথ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায়
অনুষ্ঠান শুরুতে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ ও জঙ্গীবাদের মত সমস্যার সম্মুখ হন তাহলে কিভাবে রোধ করবেন তা প্রশ্ন করেন। একে একে সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহ্ শিবলী সাদিক সমস্যা সমাধানে শিক্ষার্থীদের সকল প্রশ্নের জবাব দেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাঈন উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাহিদুর রহমান খান, দৈনিক আজকের পত্রিকার নেত্রকোণার জেলা প্রতিনিধি সাইফুল আরিফ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, সংগঠনের বারহাট্টা শাখার সভাপতি আমানউল্লাহ্ খান, সাংগঠনিক সম্পাদক আল-আমিন প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৪০০ শিক্ষার্থী জঙ্গীবাদ, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, দূর্নীতিকে না বলে লাল কার্ড প্রদর্শন করেন এবং সত্যবাদিতা, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড প্রদর্শন করে শপথ নেন।
নিয়মিত পড়াশুনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, সবসময় সত্য কথা বলতে, কখনও মাদক সেবন না করতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শিক্ষার্থীদের শপথ করান অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম জানান গত ১২ বছর তিনি নিজের টাকা জমিয়ে সারাদেশে শিক্ষার্থীদের সচেতন করে যাচ্ছেন। এভাবে প্রায় ৩৯ লাখ শিক্ষার্থীকে সচেতন করেছেন।