ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নবীনগর প্রেস ক্লাবের নব নির্বাচিত সদস্যরা দায়িত্ব গ্রহণ করেছেন।
শুক্রবার সকালে নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল নব নির্বাচিত সভাপতি জালাল উদ্দীন মনির ও সাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ সহ নির্বাচিত সদস্যদের কে তাদের দায়িত্বভার বুঝিয়ে দেন।
দায়িত্বপ্রদান অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মাহাবুব আলম লিটন,বিদায়ী সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল নব নির্বাচীতদের উদ্দ্যেশ্যে বিদায়ী বক্তব্য প্রদান করেন।
দদায়িত্ব প্রধান অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,অধ্যাপক কান্তি কুমার ভট্রাচার্য, নব নির্বাচিত সভাপতি জালাল উদ্দীন মনির, সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম চৌধুরীসাধারণ সম্পাদক সাইদুল আলম সোরাফ,যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক সাধারণ সম্পাদক শ্যাম প্রসাদ চক্রবর্তী শ্যামল,মোহাম্মদ হোসেন শান্তি,আরিফুল ইসলাম চৌধুরী মিনহাজ,প্রফেসর দেলোয়ার হোসেন, ইব্রাহীম খলিল, নুরে আলম বিপ্লব, সাধন সাসাহা জয়।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। নবীনগর নির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক নবীনগরে সাংবাদিকতার মান উন্নয়নে সকলের সাহায্য সহযোগীতা কামনা করেন। সবাইকে সাথে নিয়ে নবীনগরের সকল সাংবাদিকদের এক ছাতার নিচে আসার আহবান জানান সভাপতি সাধারন সম্পাদক সহ নির্বাচিত প্রতিনিধিরা।