ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের লাউর ফতেপুর ইউনিয়ন শাখা’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহাম্মদ কলেজ অডিটোরিয়াম রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
দ্বিবার্ষিক সম্মেলনে মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সহ-সভাপতি ইমতিয়াজ বেগ ইমনের সভাপতিত্বে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে’র অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম। লাউর ফতেপুর ইউনিয়ন শাখা’র দ্বিবার্ষিক সম্মেলন উদ্ভোধন করেন মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওছার।
দ্বিবার্ষিক সম্মেলনে মাদক মুক্ত নবীনগর চাই সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুজ্জামান দিপু’র সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউর ফতেহপুর তুজুমিয়া ইসলামিয়া আলীম মাদ্রাসা’র অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, ফতেপুর কে.জি বহুমুখি উচ্চ বিদ্যালযয়ে’র প্রধান শিক্ষক মোঃ শাহজাহান কবীর, লাউর ফতেপুর আর এন টি বালিকা উচ্চ বিদ্যালয়ে’র প্রধান শিক্ষক মোঃ আল আমিন খান, আহামদপুর এ এইচ এস উচ্চ বিদ্যালযয়ে’র প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেন চৌধুরী ,নবীনগর থানার উপ-পুলিশ পরিদর্শক মিশন অত্র সংগঠনের সহ-সভাপতি তৌফিকুর রহমান মাস্টার প্রভাষক আমজাদ হোসেন, ওবায়দুর রহমান বাদল, পৌরসভার সভাপতি আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টার, আশরাফুল আলম বাবু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তাহসিন ভূঁইয়া জিনদপুর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ হাসান উদ্দিন, সাধারণ সম্পাদক আইনুল চৌধুরী,স্বাস্থ্য সম্পাদক মোহাম্মদ আলী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তাগণ এই মাদকের ভয়াবহ সম্পর্কে আলোচনা করেন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক এবং পারিবারিক ভাবে মাদকের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করা হয় সে বিষয়ে সকলের দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে সংগঠনের সভাপতি মোঃ আবু কাওসার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সকলের সাথে পরামর্শ আগামী দুই বছরের জন্য সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন । সভাপতি মোহাম্মদ ডালিম ও সাধারণ সম্পাদক মোঃ রাজিব।