ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারের সাথে মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সংগঠনের সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক এর সঞ্চালনায় সংগঠনের সভাপতি মোঃ আবু কাওছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার একরামুল সিদ্দিক। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি জালালউদ্দিন, ইমতিয়াজ বেগ ইমন মাস্টার, আনোয়ার হোসেন, মোহাম্মদ হেলাল উদ্দিন, আমজাদ হোসেন মাস্টার, তৌফিকুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমেদ মাস্টার, আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, ওয়াহিদুজ্জামান দিপু, মোঃ আলাউদ্দিন, মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক কাউসার আলম, সংস্কৃতি সম্পাদক তাহসিন ভূঁইয়া রুম্মান, মহিলা বিষয়ক সম্পাদিকা পুতুল বেগম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, সহ সাহিত্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বাদল, কার্যকরী সদস্য এনামুল হক, মনিরুল ইসলাম কালন মাস্টার, নজরুল ইসলাম মাস্টার, শাহজামাল মাস্টার, মাহমুদুর রহমান মাস্টার, বড়িকান্দি ইউনিয়নের সহ-সভাপতি মোঃ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, শ্যামগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আলী আহাম্মদ মাস্টার, জিনোদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ আইনুল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। সংগঠনের সকল সদস্য একেক করে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ব্যক্তিগত পরিচয় প্রকাশ করেন। সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওমর ফারুক সূচনা বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্যে মাদকমুক্ত নবীনগর চায় সংগঠনকে প্রয়োজনীয় সকল প্রকার সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন এবং উক্ত সংগঠনের সম্মানিত উপদেষ্টা পদ গ্রহণে সম্মতি প্রকাশ করেন।