ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে উপজেলা জাতীয় যুব সংহতীর উদ্যোগে শনিবার (৭/১১) সকালে নবীনগর উপজেলা জাতীয় পার্টি’র প্রধান কার্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যুব সংহতীর কর্মী সভায় উপজেলা জাতীয় যুব সংহতীর সভাপতি মো.মহসিন হোসাইন এর সভাপতিত্বে সাধারন সম্পাদক মো.আল-আমিনে’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি’র প্রেসিডিয়াম সদস্য হুসাইন মো. এরশাদ ট্রাস্টে’র চেয়ারম্যান আলহাজ্ব কাজী মো.মামুনুর রশিদ। উপজেলা জাতীয় যুব সংহতি’র কর্মী সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা জাতীয় পার্টি’র সভাপতি হাজী রজ্জব আলী মোল্লা,উপজেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক মোছলেম উদ্দীন মৃধা,জেলা জাতীয় যুব সংহতি’র সভাপতি সৈয়দ মোকাব্বের হোসেন,জেলা জাতীয় পার্টি’র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ ফিরুজ খান,জেলা যুব সংহতি’র সাধারন সম্পাদক নজরুল ইসলাম শাহাজাদা, পৌর জাতীয় পার্টি’র সভাপতি ইদন খান সহ জাতীয় যুব সংহতি’র বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা। জাতীয় যুব সংহতি’র কর্মী সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ স্মরণে সবাই দারিয়ে এক মিনিট নিরবতা বিশেষ মোনাজাত করা হয়।