ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রাম থেকে ১৬ কেজি গাঁজা সহ দুজন নারী সহ ৪জনকে স্থানীয়রা আটক করে নবীনগর থানা পুলিশকে খবর দিলে এস আই মান্নান ও এ এস আই আশ্রাফ সংগীয় ফোর্স সহ তাদের আটক করে থানায় নিয়ে আসেন।আটককৃতরা হলেন কসবা উপজেলার ধজনগর গ্রামের সালাম মিয়ার ছেলে ছানাউল মিয়া,একই উপজেলার চৌবেপুর গ্রামের সামছু মিয়ার ছেলে মোঃ সালমান মিয়া,বাকি দুজন কসবা উপজেলার চৌবেপুর গ্রামের মোহাম্মদ আলমগীর মিয়ার মেয়ে আপন দুই বোন শান্তা আক্তার এবং সাথী আক্তার। স্থানীয় সূত্রে জানা যায় তারা আহাম্মদপুর গ্রাম দিয়ে অন্যত্র গাঁজা’র চালান নিয়ে যাচ্ছিল। যাবার পথে সন্দেহজনক ভাবে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে তাদের গাঁজা সহ গ্রেফতার করে।নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ।তাদের বিরুদ্ধে পূর্বেও মাদক আইনে মামলা রয়েছে। এখন তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৮ প্যাকেট গাঁজার প্রচলিত ধারায় মামলা রুজু করে দ্রুত আদালতে প্রেরণ করা হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।