মহাগ্রন্থ ঐশীবাণী পবিত্র আল-কোরআন। মানব জীবনের নিখুঁত সমাধান বর্ণিত হয়েছে যার নির্ভুল আয়াতের বর্ণিল প্রকাশশৈলীতে। আসমানী এ মহাগ্রন্থের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহতায়ালা। আর হাফেজে কুরআনরা পৃথিবীর বুকে এ কিতাব সংরক্ষণের বড় একটি মাধ্যম। আজ ২ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার বটতুলী মাহমুদীয়া আরাবীয়া ক্বওমী মাদরাসায় আদর্শ নূরানী কির্ডার গার্ডেন থেকে নূরানী বিভাগ শেষ করে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরাআন হিফজ বিভাগে উর্তীণ১৫ জন শিক্ষার্থীকে বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিলেন শিক্ষার্থী ও শিক্ষকরা । ২০০০ সালে প্রতিষ্ঠিত হবার পর থেকেই বটতুলী মাহমুদীয়া আরাবীয়া ক্বওমী মাদরাসায় অতুলনীয় প্রচেষ্টা ও সার্বক্ষণিক তত্ত্বাবধায়নের মাধ্যমে হিফজ বিভাগের শিক্ষকরা ধারাবাহিকভাবে গড়ে তোলছেন কোরআনের পাখিদের। নবীনদের বরণ অনুষ্ঠানে বটতুলী মাহমুদীয়া আরাবীয়া ক্বওমী মাদরাসা’র অধ্যক্ষ মহিউস সুন্নাহ হাফেজ মাওলানা আখতার হোসাইন মাহমুদী’র সভাপতিত্বে মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।তাহফিজুল কোরাআন হিফজ বিভাগে উর্তীণ ১৫ জন শিক্ষার্থী’র জন্য মাদ্রাসায় বিশেষ মোনাজাত করা হয়।