এ পৃথিবীর যা কিছু মহান চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর”কাজী নজরুল ইসলাম ইসলামের এই কবিতায় তুলে ধরা হয়েছে নারী ও পুরুষের সমান অধিকারের কথা । তারপরও আজ নারী আমাদের সমাজে কিছু কিছু ক্ষেত্রে অবহেলিত । সারাদেশর মতো আজ শনিবার কুমিল্লা দাউকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়ন বিট পুলিশিং এর উদ্যোগে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে জনসচেতনা তৈরির লক্ষে ঢাকা-চট্রগ্রাম মহা-সড়কের গৌরীপুর বাসস্ট্যাণ্ডের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরীর । গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলামের সভাপত্বিতে এতে উপস্থিত ছিলেন সূচনা ডট টিভির চেয়ারম্যান বাদল রিয়াজ,দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: নাছির,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রোটারিয়ান মো: বশির আহম্মেদ । গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারী ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগ সভাপতি মো: আবু মূসা প্রধান ও সাধারণ সম্পাদক মো: রোমান হোসেন, এডভোকেট জসিমউদ্দিন ও ইতালী প্রবাসী রোকশানা কবির। নারীর অধিকার সুরক্ষা দেওয়ার প্রসঙ্গে সহকারি পুলিশ সুপার আবু সালাম চৌধুরী বলেন, যারা নারীদের নির্যাতন কিংবা হয়রানি করবে তাদের বিরুদ্ধে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। সহকারি পুলিশ সুপার এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন জেলা পুলিশ থেকে ধর্ষন ও নির্যাতন বিষয়ে আমাদের আগেই নির্দেশনা দেওয়া হয়েছে। গৌরীপুর পুলিশ ফাঁড়ির তদন্ত কেন্দ্রের নতুন দায়িত্ব গ্রহন করার পর এখন পর্যন্ত ধর্ষন কিংবা নারী নির্যাতন বিষয়ক কোন অভিযোগ পাওয়া যায়নি। এমন কোন ঘটনা হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহনের করতে প্রস্তুত বলে জানান, নতুন ইনচার্জ। বক্তারা বলেন দেশের সামাজিক শৃঙ্খলা এবং জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানকল্পে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় অপরাধীকে আইনের আওতায় আনার লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে পুলিশ। দেশের সেবা ও জনগণের কল্যাণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে সর্বদা জনগণের পাশে রয়েছে পুলিশ।সমাবেশে মাদরাসার ছাত্র শিক্ষক ,সাংবাদিক ,ব্যবসায়ী, নারী সংগঠনের নেত্রীবৃন্দসহ এলাকার বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন