বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:১৮ অপরাহ্ন

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি প্রতিবাদে দাউদকান্দিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

আলমগীর হোসেন
  • Update Time : শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ১২৪ Time View

বর্তমান সরকারের দুঃশাসন,দুর্নীতি ও সর্বক্ষেত্রে চরম ব্যর্থতার চিত্র তুলে ধরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন বলেছেন, সরকারের নেতৃত্বে,আশ্রয়-প্রশ্রয়ে থাকা অসাধু ব্যবসায়ী সিণ্ডিকেট ইচ্ছেমতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে সরকারের কার্যকর কোনো ভূমিকা দৃশ্যমান নেই। দ্রব্যমূল্যের নৈরাজ্যে ঘরেবাইরে দেশের মানুষ কোথাও শান্তিতে নেই। দিকবিদিকশুন্য হয়ে মানুষ ছুটাছুটি করছে। সর্বত্র হাহাকার ও চরম আতংক বিরাজ করছে। অথচ সরকারের মন্ত্রীরা জনগণের দুর্দশাকে নিয়ে উপহাস করছে। ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে’- বাণিজ্য মন্ত্রীর এমন মন্তব্য আগুনে ঘি ঢেলে দেয়ার সামিল।

শনিবার সকালে কুমিল্লা’র দাউদকান্দি উপজেলা সদরে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসাবে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এইসব কথা বলেন, ড.খন্দকার মারুফ হোসেন।

চাল,ডাল,তেল,গ্যাস,বিদ্যুৎ,পানিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে কুমিল্লার দাউদকান্দি পৌর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।দাউদকান্দি পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল আমিন নাঈম সরকার ।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক কাওসার আলম সরকার ও খন্দকার বিল্লাল হোসেন সুমন কাউন্সিলর, দাউদকান্দি পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকার, দাউদকান্দি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিমন সহ আরো অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 Suchana Community TV
themebazsuchana231231