ঢাকা জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আকরাম খান হলে ২৮ নভেম্বর সোমবার বিকেলে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, এশিয়ান টিভি ও এশিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হারুন-উর রশিদ, সিআইপি।
এসময় দৈনিক তিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মৃত হারুনুর রশিদের জন্য এক মিনিট নীরবতা পালন সহ উনার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।
পত্রিকার সারা বাংলাদেশ থেকে আগত জেলা ও উপজেলা এবং থানা পর্যায়ের প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টাফ রিপোর্টার মোঃ জুয়েল রানা। সার্বিক সহযোগিতা করেন দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধিগণ।