কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস মান্নান মোল্লা সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জিএস সুমন সরকার, সাধারণ সম্পাদক লিটন সরকার, দেবিদ্বার পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম সারওয়ার, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্মসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক যাদব রায়, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহাগ হোসেন। এছাড়াও উপজেলার ১৫টি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক, দেবিদ্বার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ইফতার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।