করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় প্রায় ১২ ঘন্টা লাশ পড়েছিল ঘরের মধ্যে দাফন কাফনের জন্য কেউ এগিয়ে না আসায় পরিবারের লোকজন অসহায় হয়ে পড়ে ! গত মঙ্গলবার রাত আনুমানিক দশটর দিকে কুমিল্লা দেবিদ্বার উপজেলার বাগুর পশ্চিম পাড়া মৃত সৈয়দ আলীর ছেলে আবুল হোসেন করোনা উপসর্গ নিয়ে মারা যান। পরদিন সকালে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য লিটন সরকার খবর পেয়ে তার টিম নিয়ে মৃত ব্যক্তির জানাজা দাফন সম্পন্ন করেন। এই বিষয়ে জানতে চাইলে লিটন সরকার বলেন,করোনা রোগী অথবা করোনা উপসর্গ নিয়ে যদি কোন মানুষ মারা যায় খবর পেলে আমাদের টিম সেখানে মৃত ব্যক্তির জানাজা দাফন কাফনের কাজ সম্পন্ন করে থাকি। তাছাড়া মানবিক বিবেচনায় আমাদের সকলের এগিয়ে আসা দরকার ।