অমর একুশে ফেব্রয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে লেবাননে বাংলাদেশ দূতাবাসে ছাঁদে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদ্দের শ্রদ্ধা ভরে স্বরণ করলেন লেবানন প্রবাসী বাংলাদেশীরা। ২১ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টা ১মিনিটে প্রথমে জাতীয় পতাকা অর্ধনিমিত করেন দূতাবাসের শ্রম বিষয়ক প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন।এরপর দূতাবাস নির্মিত অস্থায়ী শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, লেবানন আওয়ামী লীগ, লেবানন বিএনপি, বৃহত্তর ঢাকা প্রবাসী ঐক্য ফোরাম, শাহ জালাল প্রবাসী সংগঠন, বরিশাল সামাজিক সংগঠন, প্রবাসী ভাইবোন সংগঠন, শ্রমিক ইউনিয়ন সহ লেবাননের অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংঠনের নেতৃবৃন্দ। পরে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্যের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুন। উপস্থিত ছিলেন, দূতাবাসের তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি, প্রশাসনিক কর্মকর্তা আবুল হোসেন, জুবায়ের কবির তুষার, আরমান প্রধানিয়া, খালেদ মাহমুদ, ফারুক হোসেন সহ দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সাধারণ প্রবাসীরা।