দাউদকান্দি উপজেলার জুরানপুর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মেজর (অব.) সুমন একাডেমি ফুটবল লড়াইয়ে জনস্রোত।
সোমবার দুপুর ২ টার মধ্যেই স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায় দর্শকে। প্রিয় ফুটবল খেলা উপভোগ করতে দাউদকান্দি সহ আশেপাশের উপজেলা থেকে ছুটে আসেন হাজার হাজার দর্শক। জমজমাট খেলাটিতে আনন্দে মাতে দর্শক। অনেক দর্শক মাঠে জায়গা না পেয়ে আশপাশের স্কুল ভবন ও উঁচু গাছে অবস্থান নেয়। ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমনের ফুটবল খেলা উপভোগ করতেই মানুষের এমন উৎসাহ দেখা গেছে।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মহিনুল হাসানের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া।
খেলায় ব্যারিস্টার সাঈদুল হক সুমন এবং দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন দুই জনই খেলোয়াড়দের সাথে মাঠে লড়াই করেছেন।
দাউদকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলায় আক্রমণ প্রতি আক্রমণ মধ্য দিয়ে চমৎকার একটা খেলা উপহার দেয় দুই দল। সেই সাথে বেশ কয়েকটা গোলের সুযোগ নষ্ট করে উভয় দল। পূর্ণ সময় ৭০ মিনিটের খেলাটি গোল শূন্য ড্র হয়।
ব্যারিস্টার সুমন বলেন, আজ স্টেডিয়ামে যে পরিমাণ মানুষ আসছে, এর মানে হচ্ছে, ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা আছে। বাংলাদেশের ফুটবলকে বাঁচাতে হলে সবাইকে নেমে পড়তে হবে। আমি আপনাদের কাছে আসি শুধু ফুটবলের জন্য। তিনি আরও বলেন, কুমিল্লার মানুষ সবসময় ইতিহাস তৈরী করে। কুমিল্লার মানুষ যদি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে সারাদেশের মানুষ কেউ দুর্নীতি করতে পারবে না।
গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন রেফারি রবিউল হোসেন লিয়ন।