দিনাজপুর ফুলবাড়ীতে রমনী চন্দ্র রায় (৭০) নামের এক মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে অবসর প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার আলাদীপুর ইউনিয়নের গোকুল গ্রামের মৃত মতিলাল সরকারের ছেলে। তিনি ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীনের পরবর্তী সময়ে পুলিশ বাহিনীতে চাকুরী করে সহকারী পুলিশ পরিদর্শক পদ থেকে অবসর গ্রহণ করেন। রবিবার সকালে গ্রামের পশ্চিম দিকের মাঠে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে। বীরমুক্তিযোদ্ধা রনমী চন্দ্র রায় এর স্ত্রী ছবি রায় বিলাপ করে বলেন, আমাকে তিনি খুব ভালবাসতেন। শেখ হাসিনা আমার মা, আমার বাবা; এই বাড়ী তিনিই করে দিয়েছেন। রাতে একসাথে ঘুমিয়ে ছিলাম কখন তিনি বাহিরে গিয়ে এই কাজ করেছেন আমি জানিনা। ফুলবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহমুদুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এবং সন্দেহ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে বুঝে দেয়া হয়েছে। বেলা সাড়ে ৩ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ এর উপস্থিতিতে বীরমুক্তিযোদ্ধা রনমী চন্দ্র রায়কে রাষ্ট্রীয় মর্যদায় ফুলবাড়ী থানা পুলিশ গার্ড অব অনার প্রদর্শন করার পর তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।