দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল সাড়ে ১০ টায় ‘প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি’- এই স্লোগানকে সামনে রেখে ফুলবাড়ী ফায়ার সার্ভিস কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও ফায়ার সার্ভিসের পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২০ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এসময় ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানার, ফায়ার সার্ভিসের লিডার সাবেকুল ইসলাম, সিনিয়ার ফায়ারম্যান আব্দুর রহিম, সদস্য আব্দুল খালেক প্রমুখ দিবসে উপস্থিত ছিলেন ।
ফুলবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানার জানান, দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী যান্ত্রিক শোভাযাত্রা, কলকারখানায় সচেতনতামূলক প্রচারাভিযান চালানো হবে।