দিনাজপুরের পার্বতীপুওে মাটির দেয়াল ধ্বসের ঘটনায় স্বামী, স্ত্রী ও দুই ছেলে সন্তানসহ একই পরিবারের ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতাম চলছে। রোববার সকালে স্থানীয়দের সহযোগীতায় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতদের লাশ উদ্ধার করে।
কয়েকদিনের টানা বৃষ্টিতে পার্বতীপুর উপজেলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া শালবাড়ি গ্রামে টানা বৃষ্টির ফলে মাটির দেয়াল ধ্বসের ঘটনায় ঘুমন্ত অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- বাড়ির মালিক স্বপন আলী (৩৮), স্ত্রী সারজেনা তাদের দুই ছেলে হোসাইন (১২) ও হাসিবুর রহমান (৮) মারা যান।
পার্বতীপুর মডেল থানার ওসি তদন্ত সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।