ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সমন্বযয়ে দাঙ্গা নিরসনকল্পে গঠিত সাংগঠনিক কমিটি আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সভায় সাম্প্রতিক সময়ে কিছু বিষয় নিয়ে বীরগাঁও কৃষ্ণনগর ইউনিয়নে গোষ্ঠীগত আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি হয়ে আসছে যার ফলে সৃষ্ট দাঙ্গায় মোবারক হোসেন নামে এক ব্যক্তির পা কেটে হাতে নিয়ে বিজয় উল্লাস প্রকাশ করা যা সমগ্র উপজেলার মান সম্মান ক্ষুন্ন হয়েছে এবং উক্ত দু’টি ইউনিয়নে সাধারণ মানুষের স্বাভাবিক জীবন-যাপনে বাধার সৃষ্টি হচ্ছে।
এ অচল অবস্থা থেকে উত্তরণের জন্য সাবেক ও বর্তমান এমপির পরামর্শে শান্তি প্রিয় মানুষদের সহঅবস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বিধানের লক্ষ্যে এ কমিটি কাজ করবে উল্লেখ করে সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়।
কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সুজিত কুমার দেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন,ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ফিরোজ মিয়া, আওয়ামীলীগ নেতা প্রণয় কুমার পিন্টু ভদ্র প্রমূখ।