সড়ক দূর্ঘটনা প্রতিরোধে পরিবহন চালক ও হেলপারদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ । সোমবার গৌরীপুর বাসষ্ট্যান্ডে এ কর্মশালায় সভাপতিত্ব করেন, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জহুরুল হক। সেকেন্ড অফিসার এস.আই সুলতান আহমেদের সঞ্চলনায় কর্মশালায় বক্তব্য রাখেন, সার্জেন্ট শাহাদাত হোসেন, গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: শাহ জালাল, নিরাপদ সড়ক চাই (নিসচা) কুমিল্লা উত্তর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, গৌরীপুর মাইক্রেবাস চালক সমিতির সভাপতি মো: আলাল, গৌরীপুর গ্রীণ সিএনজি মালিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান প্রমূখ । সড়ক দূর্ঘটনা প্রতিরোধ, যানজট নিরসন. মটরযান আইন এবং সড়ক দূর্ঘটনা বৃদ্ধি রোধ কল্পে চালক, হেলপারদের সচেতন করার লক্ষ্যে হাইওয়ে পুলিশের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সড়ক দূর্ঘটনার কারণ, মটরযান চলানোর বিভিন্ন নিয়মকানুন, ট্রাফিক সাইন, দূর্ঘটনা রোধকল্পে চালকদের করনীয়, যাত্রীদের সাথে হেলপার ও চালকদের আচরণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।