দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা ও গৌরীপুর মাইক্রোবাস মালিক সামিতির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন । নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক আলমগীর হোসেন এর সঞ্চালনায় নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা সভাপতি লিটন সরকার বাদলের সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: সাইফুল ইসলাম, গৌরীপুর মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি মো: শাহ জালাল, সৃষ্টির সভাপতি মো: সফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডা: মো: নজরুল ইসলাম ডালিম, দাউদকান্দি হাইওয়ে থানার এস.আই সুলতান আহমেদ, এস.আই মনির হোসেন প্রমূখ। অনুষ্ঠানে ওসি সরকার আবদুল্লাহ আল মামুনকে বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহিনূর আলম সুমন “ স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরষ্কার ২০১৯” পদক পাওয়ায় নিসচা সম্মামনা ক্রেস্ট প্রদান করেন। এদিকে বুধবার রাতে দাউদকান্দি হাইওয়ে থানার আয়োজনে বিদায়ী ওসিকে সংবর্ধনা দেয়া। এস.আই সুলতান আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে থানার অফিসার ও অন্যন্য স্টাফগণ উপস্থিত ছিলেন।