ডেঙ্গু রোগের প্রকোপ এখন দেশজুরে । ৬৪ জেলাতেই আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । রাজধানীর পাশাপাশি সারাদেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন ডেঙ্গু রোগীর ভিড়। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স , কর্মকর্তা ও কর্মচারীরা। দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী । ঈদুল আযহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশ থেকে মানুষ গ্রামের বাড়ি ফিরছেন । তাদের মধ্যে অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গ্রামের হাসপাতালগুলো এসে চিকিৎসাসেবা নিচ্ছেন । ১১ আগষ্ট রবিবার দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্হি বিভাগ ৭, জরুরী বিভাগ ৭, অন্ত: বিভাগ ১২ চিকিৎসাসেবা নিয়েছেন এবং ৭ রোগী ভর্তি রয়েছেন । এব্যাপারে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন বলেন, ঢাকা থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোগীরা গ্রামে চিকিৎসাসেবা গ্রহন করেছেন । স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে । তাদের চিকিৎসা সেবায় যাতে কোন প্রকার ত্রুটি না হয় সেলক্ষে সকলের ঈদ ছুটি বাতিল করা হয়েছে । ডেঙ্গু আক্রান্ত রোগীদের সার্বক্ষনিক পর্যবেক্ষন করছেন চিকিৎসক ও নার্স।