দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির। বৃহস্পতিবার দুপুরে তিনি হাসপাতালে চিকিৎসা সেবার বিভিন্ন কাযর্ক্রম ও স্মৃতিতে মৃক্তিযুদ্ধ গ্যালারী ঘুরে দেখে প্রশংসা করেন । এসময় কুমিল্লা সিভিল সার্জন ডা: মো: নিয়াতুজ্জামান, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, মেডিকেল অফিসার ডা: মো: হাবিবুর রহমান, ডা: মো:নজরুল ইসলাম ডালিম, ডা: ফাবলিনা নওশিন প্রমূখ উপস্থিত ছিলেন। পরে কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধি প্রশিক্ষণে বক্তব্য রাখেন, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার কবির। এসময় ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: জসিম উদ্দিন ও ইলিয়টগঞ্জ দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মামুনুর রশিদসহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।