দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। বুধবার দুপুরে তিনি কুমিল্লা থেকে মেঘনা উপজেলায় যাওয়ার পথে এ আকস্মিক পরিদর্শন করেন।এসময় তিনি হাসপাতালের কোভিড ওর্য়াড, বর্হিঃবিভাগ, অন্তঃবিভাগ, প্যাথলজী, ইপিআই রুমে যান।বর্হিঃবিভাগে আগত রোগীদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। করোনা কালে চিকিৎসা সেবা প্রদান করায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল হোসেন, মেডিকেল অফিসার, নার্স ও অন্যন্য স্টাফদের ধন্যবাদ জানান জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর।