জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ১০০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। ২৫ এপ্রিল শনিবার রোগী ও তাদের পরিবারের পুষ্টির কথা চিন্তা করে করোনা পজিটিভ ৮টি পরিবারের নিকট ত্রান সামগ্রী পৌঁছে দেয়া এবং তাদের স্বাস্থ্যর খবর নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, এমটি ল্যাব সোহেল রানা, এমটি ইপিআই মো: শেখ ফরিদ, অফিস সহকারী মো: হাসিবুল এবং দাউদকান্দি প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন।