রাজধানী ঢাকার পর এবার দাউদকান্দিতে পাওয়া গেছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী । গত এক সপ্তাহে নারী ও পুরুষসহ ১৫ রোগী দাউদকান্দি (গৌরীপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়েছেন । ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জন ভর্তি রয়েছেন । মঙ্গলবার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জালাল হোসেন জানান, তারা কেউ দাউদকান্দি থাকা অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি। তাদের বেশির ভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে গ্রামের বাড়ি এসে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা গ্রহণ করছেন এবং ৪ জন ভতি রয়েছেন। এরা হলো খলিলুর রহমান (৮০), ফোরকান (৪২), নুরুল ইসলাম (৩৫) ও ফারিয়া আক্তার (১৯)। এর মধ্যে ফারিয়া আক্তারকে উন্নত সেবার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।