আজ শনিবার বিকালে কুমিল্লা দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের ধারিবন খামার বাড়ি বন্ধুমহল যুব সংগঠনের প্রিয় প্রবাসীর উদ্যোগে সামাজিক দূরত্ব বজায়ে রেখে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। মাদক মুক্ত সমাজ চাই এই শ্লোগান নিয়ে সংগঠন ইতোমধ্যে সামাজিক কাজে অবদান রেখেই চলছেন । শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: খলিলু রহমান তালুকদার সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) আবু সালাম চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে রাখেন দাউদকান্দি মডেল থানার পুলিশের অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম । প্রধান অতিথি বক্তব্যে আবু সালাম চৌধুরী বলেন দেশে চলছে কনকনে শীত ঠিক এই সময়ে অসহায়দের পাশে শীত বস্ত্রবিতরণ করায় বন্ধুমহল যুব সংগঠনকে ধন্যবাদ জানান তিনি তিনি বলেন সুন্দর মন থাকলে সুন্দর কিছু কাজ করে আলোকিত সমাজ গড়া যায় । সংগঠনটির এমন মহৎ উদ্যোগে পাশে সকলের প্রতি আহবান করেন সংগঠনটি দুস্থ, পিছিয়ে পড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা করায় হাড়কাঁপানো এ শীতে কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে কম্বল পাওয়া প্রান্তিক মানুষরা। দু’চোখে খুঁজে ফিরেছে বাঁচার আকাঙ্ক্ষা। সেই সঙ্গে কম্বল পাওয়া দরিদ্র মানুষরা সাধুবাদ জানিয়েছেন সংগঠনটিকে। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সংগঠনে প্রতিষ্ঠাতা পরিচালক ও অর্থ সম্পাদক আবু মূসা জয়, সার্বিক সহযোগিতায় প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন পাঠান, সাধারণ সম্পাদক আল -আমিন ভূইয়া,সৌজনে ছিলেন সংগঠনের সভাপতি জিসান আহমেদ ।