দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামকে বদলীজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দাউদকান্দি মডেল থানা পুলিশ, নিরাপদ সড়ক চাই ও দাউদকান্দি জাগো হিন্দু পরিষদ বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এদিকে সদ্য ইন্সপেক্টর পদে পদোন্নতিপ্রাপ্ত থানার সেকেন্ড অফিসার এস.আই রাফিকুল ইসলাম জামান বদলী হয়েছেন। তাকেও বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো: হারুন অর রশিদ, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ইন্সপেক্টর মো: সাইফুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর মো: নূর আলম, প্রাক্তন দাউদকান্দি পৌর মেয়র ভিপি আব্দুস সাত্তার, নিরাপদ সড়ক চাই কুমিল্লা উত্তর জেলা শাখার সভাপতি সাংবাদিক লিটন সরকার বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো: আলমগীর হোসেন, জাগো হিন্দু পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার নারায়ণ বণিক ও তুষার ঘোষ সম্রাট, সাংবাদিক হোসাইন মোহাম্মদ দিদার, সফিকুল ইসলাম বাবু, আপেল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ২০১৯ সালের ১০ এপ্রিল মাসে দাউদকান্দি মডেল থানায় যোগদান করেন।