দাউদকান্দি মডেল থানার আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৭ টায় পুষ্পস্তবক অর্পণ করেছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। পরে দুপুরে থানা প্রাঙ্গণে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন। বিশেষ অতিথি ছিলেন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, সুন্দলপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রকিব উদ্দিন আহম্মেদ। উপস্থিত ছিলেন, দাউদকান্দি সদর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেছা জেবুন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হারুনুর রশীদ, সেকেন্ড অফিসার এসআই মোঃ রফিকুল ইসলাম জামান প্রমূখ। কেক কাটা শেষে মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে জাতির পিতার আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের একযোগে কাজ করে যেতে হবে। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।