আসন্ন পৌরসভা নির্বাচনে কুমিল্লা জেলার দাউদকান্দি পৌর মেয়র পদে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হতে চায় দাউদকান্দি উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক শাহজাহান খন্দকার । তিনি আজ বুধবার বিকেলে দাউদকান্দি পৌর বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে মেয়র প্রার্থী হওয়ার নির্বাচনী লিফলেট জনসাধারণের কাছে বিলি করেন । এই সময়ে জনসাধারণ ও বাজারে ব্যবসায়ীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় । পৌর এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি বাজারের গুরুত্বর্পূণ সড়কগুলো পদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের প্রধান কায্যালয়ে এ সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি বলেন, আমরা পারিবারিকভাবে দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাই স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে ছোট বেলা থেকেই অনুপ্রাণিত ও নিবেদিত। গত বার আমি প্রার্থী হয়ে দৃষ্কিতকারীদের একটি অংশের প্রতারণার কারণে বিজয়ের দ্বারপান্তে গিয়েও বিজয় হতে পারেননি। তারপরও আমি দল বিমুখ হয়নি। বরং পরবর্তীতে আমি নবউদ্যোমে দলকে ভালোবেসে মানুষেরর কল্যাণে নিজিকে নিবেদিত করে যাচ্ছি । কারণ আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ।