কুমিল্লা দাউদকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন তথ্যটি নিশ্চিত করেছেন দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শাহিনূর আলম সুমন । এছাড়া পৌরসভার ১ওয়ার্ড কাউন্সিলর মো: ফারুক প্রধান ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো: সালাউদ্দিনসহ ৬ জন নতুন করে করোনা ভাইারাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে । এই নিয়ে দাউকান্দি উপজেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৫জন । জানা যায় দেশের চলমান করোনা ভাইরাসের শুরু থেকেই দাউকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন কর্মহীন ও দরিদ্র মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ ও তাদের সচেতনামূলক ক্যাম্পিং এ কাজ করে যাচ্ছিলেন দিবারাত্রী ।
দাউকান্দি পৌরসভার মেয়র নাইম ইউসূফ সেইন পৌরবাসীর দুঃখ কষ্টকে নিজের মাথায় তুলে নিয়ে, পৌরসভার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খাদ্য সহায়তা নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটেছিলেন। জীবনের মায়া ত্যাগ করে মহামারী করোনা ঝুঁকি তোয়াক্কা না করে পৌরবাসীর খেদমতে মাঠে ময়দানে কাজ কর যাচ্ছিলেন। করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার ব্যয়ভার বহন, স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী, খাদ্য ও নগদ অর্থ বিতরণ, নিজে মাইক হাতে নিয়ে পৌরসভার অলি-গলিতে সচেতনতামূলক মাইকিং, হাসপাতাল মসজিদসহ বিভিন্ন এলাকায় জীবাণুনাশক ওষুধ ছিটিয়েছেন। নিজে সব সময় সম্মুখযোদ্ধা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ মানুষের পাশে। জীবনের মায়া ত্যাগ করে করোনা দুর্যোগে দাউদকান্দি পৌরসভায় চষে বেড়িয়েছেন। এমন সময় তার আক্রান্তের খবরটি জেনে তার সুস্থতা কামনা করছেন তার সমর্থক, ভক্ত ও পৌরবাসী।